গার্মেন্টস চাকরির আবেদন ও পদোন্নতির পত্র লিখার নিয়ম

গার্মেন্টস শিল্প হচ্ছে পুরুষ, মহিলা, বাচ্চা ও নবজাতকের পোশাক তৈরী, প্রক্রিয়া করণ ও বিপননের সাথে সংশ্লিস্ট বিশাল ব্যবসায়িক কার্যক্রম । এই শিল্পে সুতা উৎপাদন থেকে শুরু করে পোশাকের উৎপাদন, প্রস্তুতিকরণ, প্রমোশন, বিপনন এবং রপ্তনিকরণ সব ধরণের কার্যক্রম হয়ে থাকে। গার্মেন্টস শিল্প সাধারণত নানা ধরণের পোশাক উৎপাদনের সাথে যুক্ত থাকে, যার স্কেল ছোট থেকে বৃহৎ পরিসর পর্যাপ্ত হতে পারে। গার্মেন্টস শিল্পে বিভিন্ন ধরণের ক্যাটাগরির পোশাক, যেমন সুট, টি-শার্ট, জিন্স, পাঞ্জাবী, শাড়ি, স্কার্ট, ব্লাউজ, জ্যাকেট, সোয়েটার, পোশাক তৈরির উপকরণ ইত্যাদি উৎপাদন করা হয়। পোশাক উৎপাদনের বৃহৎ এই শিল্পটি দেশের বেকারত্ব দূর করতেও ব্যাপক ভূমিকা রাখছে। এই আলোচনায় আমরা গার্মেন্টস এ চাকরি,  নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা এবং গার্মেন্টস চাকরির আবেদন পত্র  পদোন্নতির লিখার নিয়ম ও নমুনা বিস্তারিত ভাবে তুলে ধরবো।

আরও পড়ুন :

গার্মেন্টস চাকরির নিয়োগ প্রক্রিয়া:

গার্মেন্টস শিল্পে চাকরির নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন ধরণের পদে জন্য ভিন্ন ভাবে হতে পারে।সাধারণভাবে যে পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয় তা নিম্নে উল্লেখ করা হলো :

  • সরাসরি নিয়োগ: গার্মেন্টস শিল্পে নিম্ন পদের চাকরি গুলোতে মূলত সরাসরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়। এই ক্ষেত্রে নিদিষ্ট দিন গুলোতে কারখানা বা অফিসের গেট থেকে প্রার্থীদের ডেকে নিয়ে মৌখিক সাক্ষাৎকার ও কাগজ যাচায়ের মাধ্যমে চাকরি দেওয়া হয়
  • আবেদন জমা: এই ক্ষেত্রে জাতীয় দৈনিক বা অনলাইন জব পোর্টালে প্রকাশিত গার্মেন্টস শিল্পে চাকরির সার্কুলার অনুসারে আপনার সিভি এবং অভিজ্ঞতা সহ ইমেইল, অনলাইন বা সরাসরি অফিসে জমা দিতে হয়। পরবর্তীতে সেখান থেকে নিয়োগ দেওয়া হয়।
  • পরীক্ষা ও সাক্ষাৎকার: কিছু  কিছু পদের ক্ষেত্রে আবেদনকারীদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এবং সাক্ষাৎকার গ্রহণ করা হতে পারে, যাতে তাদের দক্ষতা এবং যোগ্যতা মূল্যায়ন করা যায়।
  • নির্বাচিত প্রার্থী নিয়োগ: সকল প্রক্রিয়া শেষ হলে, উচ্চ দক্ষতা ও প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্ধারিত পদে নিয়োগ করা হয়।

সাধারণভাবে গার্মেন্টস শিল্পে চাকরির জন্য উপরোক্ত প্রক্রিয়া অনুসরণ করা হয়। কিন্তু বিভিন্ন অফিস বা কারখানায় এই প্রক্রিয়া পরিবর্তন হতে পারে।

গার্মেন্টস চাকরির আবেদন পত্র:

টেক্সটাইল বা গার্মেন্টস চাকরির জন্য আবেদন পত্র বিভিন্ন ধরণের হতে পারে। কোনটি জমা দেওয়ার জন্য, আপনাকে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে আবার কোনটি কোম্পানির নিদিষ্ট ঠিকানায় প্রেরন বা জমা দিতে হবে। এছাড়াও,  আপনি জব পোর্টালগুলোতে গার্মেন্টস চাকরির সার্কুলার পেতে পারেন এবং সেই জব পোর্টালগুলোর মাধ্যমেও আবেদন পত্র জমা দিতে পারেন।

আপনি আবেদনের সময় আপনার শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতার তথ্য সরবরাহ করতে ভুলবেন না।

আরও পড়ুন : দরখাস্ত লেখার নিয়ম ও নমুনা ২০২৪ [Updated নিয়ম]

গার্মেন্টস চাকরির আবেদন পত্রের নমুনা:

আপনি গার্মেন্টস চাকরিতে আবেদন করার সময় কিভাবে আবেদন পত্র লিখবেন তার সাধারন করেকটি নমুনা নিচে দেয়া হলো:

গার্মেন্টস সুপারভাইজার পদে আবেদন পত্রের নমুনা :

তারিখ-১৫/১২/২০২৩ খ্রিঃ
বরাবর
জেনারেল ম্যানেজার
নিউ ঢাকা ফ্যাশন লি :
ঢাকা, ঢাকা।

বিষয়ঃ গার্মেন্টস সুপারভাইজার পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব
যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ১০/১২/২০২৩ ইং তারিখে চাকরির নিয়োগ প্রকাশক ওয়েবসাইট ‘bdjobs.com’ এ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার গার্মেন্টস প্রতিষ্ঠানে একজন অভিজ্ঞ ‘গার্মেন্টস সুপারভাইজার’ নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের জন্য একজন প্রার্থী। নিম্নে আমার পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত আপনার সমীপে পেশ করলাম।

১। নাম: জাহিদ হাসান।
২। পিতার নাম: আব্দুল মালেক।
৩। মাতার নাম: কানিজ ফাতেমা।
৪। বর্তমান ঠিকানা: গ্রাম- তেবাড়িয়া; ডাকঘর- সলিমবাদ; থানা- নাগরপুর; জেলা- টাঙ্গাইল।
৫। স্থায়ী ঠিকানা: ঐ
৬। জন্ম তারিখ: ১৫/০৩/১৯৯৪ ইং।
৭। জাতীয়তা: বাংলাদেশী।
৮। জাতীয় পরিচয় পত্র নং: ১২৩৪৫৬৭৮৯০
৯। ধর্ম: ইসলাম
১০। মোবাইল নাম্বার: +৮৮০১২৩৪৫৬৭৮৯০
১১। শিক্ষাগত যোগ্যতা:

পরীক্ষার নাম গ্রুপ/বিষয় বোর্ড/বিশ্ববিদ্যালয় পাশের সন প্রাপ্ত গ্রেড
এসএসসি বিজ্ঞান ঢাকা ২০১০ জিপিএ-৫
এইচএসসি বিজ্ঞান ঢাকা ২০১২ জিপিএ-৫
বিএ বাংলা ঢাকা কলেজ ২০১৬ প্রথম শ্রেণী

১২। অভিজ্ঞতা: ২০২০ ইং সন হতে এবিসি টেক্সটইলে লি সুপারভাইজার হিসাবে কাজ করে আসছি।

অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, উপরোক্ত যোগ্যতা ও অভিজ্ঞতা পরিপ্রেক্ষিতে আমাকে উক্ত পদের নিয়োগ করলে কৃতার্থ হব।

বিনীত নিবেদক
স্বাক্ষর
জাহিদ হাসান
মোবাঃ +৮৮০১২৩৪৫৬৭৮৯০

গার্মেন্টস চাকরির জন্য আবেদন পত্রে নমুনা ০২ :

[আপনার নাম]
[আপনার ঠিকানা]
[শহর, বিভাগ, পোস্টাল কোড]
[ইমেইল ঠিকানা]
[মোবাইল নম্বর]

[তারিখ]

[পত্রের শিরোনাম/সাবজেক্ট]

প্রিয় [কোম্পানির নাম]/জনাব

আমি [আপনার নাম]। আপনার কোম্পানির [পদের নাম] পদে যোগ দেওয়ার জন্য আমি এই আবেদন পত্র জমা দিচ্ছি।

আমি আপনার গার্মেন্টস প্রতিষ্ঠানে যোগ দিতে অত্যন্ত আগ্রহী। আমি গার্মেন্টস উৎপাদন, ডিজাইন, [অথবা আপনি যে কাজে অভিজ্ঞ তা লিখুন] ইত্যাদি কাজে অভিজ্ঞ এবং প্রফেশনাল দক্ষতা সম্পন্ন। আমি বিশেষভাবে টিম ওয়ার্ক, সমস্যা সমাধান এবং নৈপুণ্যের সাথে কাজ সম্পন্ন করতে পারদর্শী। আমি আপনার কোম্পানির এই গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুযোগ পেলে খুব আনন্দিত হব। 

অতএব আমার সকল যোগ্যতা বিবেচনা করে আপনার প্রতিষ্ঠানে যোগদানের সুযোগ দেওয়ার জন্য আমি আপনার ইন্টারভিউ আমন্ত্রনের জন্য অপেক্ষা করছি।

ধন্যবাদ

[আপনার স্বাক্ষর]
[আপনার নাম]
[যোগাযোগের তথ্য]

সংযুক্তি :

  • পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি
  • সিভি বা বায়োডাটা
  • সকল শিক্ষা সনদের ফটোকপি
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

গার্মেন্টস চাকরির আবেদন পত্রের নমুনা ছবি :

গার্মেন্টস সুপারভাইজার চাকরির আবেদন পত্র

গার্মেন্টস চাকরির পদোন্নতির জন্য আবেদন :

আমাদের দেশে গার্মেন্টস চাকরির পদোন্নতির জন্য সাধারণত আবেদন জমা দেওয়ার প্রয়োজন হয় না, আপনার কার্যক্রম, দক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনি এমনিতেই পদোন্নতির পেয়ে যাবেন। তবে কিছু ক্ষেত্রে পদোন্নতির জন্য আবেদন করতে হতে পারে।

সেক্ষেত্রে প্রথমে আপনার ডিপার্টমেন্ট প্রধান বা ম্যানেজারের সাথে যোগাযোগ করুন এবং তাদের জানান আপনি পদোন্নতি পেতে আগ্রহী। তারপরে, তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন, এবং ম্যানেজার কে আবেদন পত্রের মাধ্যমে আপনার কার্যক্রম, দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কে সংক্ষেপে লিখে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করুন।

নিম্নে গার্মেন্টস পদোন্নতির জন্য আবেদন পত্রের নমুনা দেওয়া হলো:

গার্মেন্টস চাকরির পদোন্নতির জন্য আবেদন পত্রের নমুনা ০১:

[আপনার নাম]
[আপনার ঠিকানা]
[শহর, বিভাগ, পোস্টাল কোড]
[ইমেইল ঠিকানা]
[মোবাইল নম্বর]

[তারিখ]

জনাব,

আমি এই পত্রের মাধ্যমে [পদের নাম ] পদে পদোন্নতির জন্য আবেদন করছি। আমি [পদের নাম] পদে আপনার সাথে কাজ করার সুযোগ পেলে নিজেকে গর্বিত মনে করবো ।

আমি [আপনার বর্তমান পদের নাম এবং কাজের বিবরণ প্রদান করুন] এবং আপনার কোম্পানিতে [যোগদানের সময় ] ধরে কাজ করছি। এখানে, আমি গার্মেন্টস পণ্য উৎপাদন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ও পরিচালনা সম্পর্কে প্রায়োজনীয় অভিজ্ঞতা সম্পন্ন। আমি আপনার কোম্পানির পরবর্তী উন্নতি ও বিকাশে সহায়ক হতে ইচ্ছুক।

[পদের নাম] পদে আমি অত্যন্ত দক্ষতা এবং নিষ্ঠার সাথে কাজ করার জন্য প্রস্তুত। আমি সমস্যা সমাধান, টিম ওয়ার্ক সমন্বয় ও প্রোডাক্টিভ ভাবে একাধিক কাজ কাজ করতে সক্ষম।

অতএব আমি আমার যোগ্যতা অনুযায়ী এই পদে পদন্নতির অনুমোদনের প্রত্যাশা করছি। এবং আমি আপনার উত্তররের অপেক্ষা করছি।

ধন্যবাদ

[আপনার নাম]
[বর্তমান পদ বা পদবী]
[কোম্পানির নাম]

গার্মেন্টস পদোন্নতির জন্য আবেদন পত্রের নমুনা ০২:

আপনার নাম
আপনার ঠিকানা
শহর, বিভাগ, পোস্টাল কোড
ইমেইল ঠিকানা
মোবাইল নম্বর
তারিখ:

জনাব,

সুবিনয় নিবেদক এই যে, আমি (নিজের নাম) গত ৩ বছর যাবত আপনার প্রতিষ্ঠানে (নিজের পদবী) হিসেবে কাজ করে আসছি। এই তিন বছরে আমি নিজেকে (যে পজিশনে পদোন্নতি করতে চান) এর জন্য যোগ্য করে তোলার আপ্রাণ চেষ্টা করেছি এবং যোগ্য হতে পেরেছি বলে আমি মনে করছি। তাছাড়া বিভিন্ন ক্লাইন্টদের সাথে এখন আমার দারুন রিলেশন তৈরি হয়েছে। আমি প্রতি মাসেই আমার টার্গেট অর্জন করে সক্ষম হচ্ছি। এমতোবস্থায় আমি (নিজের বর্তমান পজিশন) থেকে (যে পজিশনে পদোন্নতি করতে চাচ্ছেন) পদের জন্য নিজেকে যোগ্য মনে করছি। কেননা আমি আমার কাজের ব্যাপারে আত্মবিশ্বাসী।আমি আপনাকে আশ্বস্ত করছি যে পদোন্নতি দেওয়া হলে আমি আমার কাজ আরো দক্ষতার সঙ্গে করার চেষ্টা করব।

অতএব স্যার, আমার বিনীত নিবেদন এই যে,আপনি আমার পদোন্নতির উক্ত অনুরোধ যে মঞ্জুর করে আমাকে আরো ভালো করে কাজ করার সুযোগ করে দিয়ে বাধিত করবেন।

নিবেদক,

নিজের নাম:
নিজের পদবী:
প্রতিষ্ঠানের নাম:
প্রতিষ্ঠানের ঠিকানা:

শেষ কথা :

এতক্ষন আমরা গার্মেন্টস এ চাকরি, চাকরির যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া, গার্মেন্টস চাকরির আবেদন পত্র এবং পদোন্নতির লিখার নিয়ম ও নমুনা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনি এই নিয়ে আপনার ডাউট ক্লিয়ার হয়েছে।

Visited 856 times, 15 visit(s) today

Leave a Comment